আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে ৮ টি ইউনিট কাজ করেছে। ইপিজেডের ভিতরের চালু ফ্যাক্টরির শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। গ্যাস লাইন বন্ধ না হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভিতরে একটি কারখানার পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আদমজী ইপিজেডের ভিতরে শুক্রবারে চালু সকল ফ্যাক্টরি বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
সংবাদকর্মীদের ইপিজেডের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের আটটি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুন দুপুর সাড়ে ১২ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎপত্তিস্থল থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার ষ্টেশন অতিনিকটে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন কোন ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দুপুর ১ টা পর্যন্ত আগুন জ্বলছে। তিনি জানান, গ্যাস লাইন বন্ধ নাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ সম্ভব না। আগুন যাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার ষ্টেশনে ছড়িয়ে না পরে সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২২//

Discussion about this post