কুষ্টিয়া পৌর ১৫ নং ওয়ার্ডে জুগিয়া কানাবিল মোড়ে অবস্থিত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পূর্নাঙ্গ কমিটি গঠন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় স্কুলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমানের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন উক্ত স্কুলের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাবুব আলম। এই সময় মো: রফিকুল ইসলাম খান বিদ্যুৎশায়ী সদস্য হিসেবে প্রস্তাব করেন নবনির্বাচিত সদস্য মোঃ আব্দুর রহিম লালটু। এতে সকল সদস্য সমর্থন করলে তাকে মনোনিত করা হয়। কমিটি নির্বাচনের পর সকলের সাথে পরিচিতি, স্কুল উন্নয়নের বিষয়ে ও পূর্বের কমিটির হিসাব নিকাশের ইতি টানতে এই সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে এ্যাডহোক কমিটি দ্বারা পরিচালিত হওয়ায় স্কুলের তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি সেই সাথে আলোচনায় বের হয়ে আশা বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারের জন্য করণীয় বিষয়েও আলোচনা করা হয় এই সভায়। আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের লেখা পড়ার মান উন্নয়নসহ স্কুলের সার্বিক উন্নয়নে সকল সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি করা হয়। এর আগে মোঃ মাহাবুব আলমকে সভাপতি করে একটি কমিটির প্রস্তাব করা হয় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। ভোটাভোটিতে বিজয়ী হলে শিক্ষা অফিস শিক্ষা বোর্ড যশোর থেকে উক্ত কমিটি অনুলিপি উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে ঘোষণা করা হয়। গত ০৩ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দসহ স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমানের উপস্থিততে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের সংবর্ধনা দেয়া হয়েছিল।
সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মাহাবুব আলম বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ সভাপতি পৌর ১৫ নং ওয়ার্ড। সেই সাথে দাতা সদস্য হিসেবে আব্দুর রশিদ মনোনিত হন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হন, মোঃ আবু তৈয়ব ও মোঃ মাছুদুর রহমান। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হন সুলতানা পারভীন। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন, মোঃ আব্দর রহিম লালটু, মোঃ মাসুদ পারভেজ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হানিফ আলী ও সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা বানু।
খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য