মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সফু ও বাচ্ছু’র নেতৃত্বাধীন কার্য নির্বাহী কমিটি স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে তথাকথিত হামিদ গংয়ের গঠিত কাল্পনিক কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।
এখবরে কালিগঞ্জ প্রেসক্লাবসহ কালিগঞ্জ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকবৃন্দের মধ্যে মিষ্টিমুখ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।
আদালতের আদেশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক দুই বছর মেয়াদের নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন গঠনসহ বিধিমালা অনুযায়ী তফসীল ঘোষনা করা হয়। এ তফসীলে মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ন্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয় ২৬/০৭/২২ তারিখে। এদিন নির্ধারিত সময়ে পৃথক ১৩টি পদে মাত্র ১৩ জন মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সাইফুল বারী সফু সভাপতি, শেখ আনোয়ার হোসেন ও বাবৱা আহমেদ সহ সভাপতি, সুকুমার দাশ বাচ্ছু সাধারণ সম্পাদক, এম হাফিজুর রহমান শিমুল যুগ্ম সম্পাদক, সাজেদুল হক সাংগঠনিক সম্পাদক, কাজী মুজাহিদুল ইসলাম তরুন কোষাধ্যক্ষ, মীর জাহাঙ্গীর হোসেন দপ্তর সম্পাদক, এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদ কে নির্বাচিত ঘোষনা করেণ নির্বাচন কমিশন।
আব্দুল হামিদ গং কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদবী, প্যাড, লোগো, সাইনবোর্ড ব্যবহার করে নানান অপপ্রচার ও চাঁদাবাজি করছেন। এমন অভিযোগ এনে সিনিয়র সহকারী জজ আদালত, কালিগঞ্জ, সাতক্ষীরায় মামলা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। দেওয়ানী মামলা নং ৮৩/২০২৩।
১৬/০৩/২৩ তারিখে দেঃকাঃবিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১/২ ও ১৫১ ধারায় বিবাদী আব্দুল হামিদ গংয়ের বিরুদ্ধে ৪/২/২০২৪ তারিখে আদেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালতের সিনিঃ জজ মোঃ তরিকুল ইসলাম।
উক্ত তারিখ হতে হামিদ গং কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদ, পদবী, লোগো, সাইনবোর্ড, ব্যানার ব্যবহার করে তা হবে আদালত অবমাননার সামিল। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//