Print Date & Time : 28 July 2025 Monday 9:34 am

আদালত চত্তর থেকে দেশীয় অস্ত্র সহ কিশোর আটক

বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্র সহ এক কিশোরকে আটক করেছে জেলা দায়রা ও জজ কোর্ট পুলিশ৷

আজ বুধবার (১৪ জুন) বেলা ১১ টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া কিশোরের নাম মো. আকিব (১৬), তিনি বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে৷ তার কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল আজ আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবং যারাই আদালতে আসেন সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক হওয়া কিশোরকে বর্তমানে আদালত কারাগারে রাখা হয়েছে৷ উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আদালতে হাজিরা দিতে আসার সময় আজ সকালে সড়িষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার সমর্থকদের উপর হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় আটক হওয়া কিশোরের বাবা জয়নাল আবেদীন জখম হয়। তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪জুন ২০২৩