Print Date & Time : 8 May 2025 Thursday 5:18 pm

আদালত চত্বরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীকে লক্ষ করে ডিম নিক্ষেপ

মেহেরপুর প্রতিনিধি:
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদালত চত্বর থেকে জেলখানায় প্রিজন ভ্যানে তোলার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ফরহাদ হোসেনকে উদ্যোশ্য করে অসংখ্য ডিম ইট পাটকেল নিক্ষেপ করেছে।

এসময় সেনাবাহিনী র‍্যাব ও পুলিশ বঁাধা দিলে আদালত চত্বরের মুল ফটক বন্ধ কের দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনে করা মামলায় জিঞ্জাসাবাদ শেষে তাকে আজ মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করা হয়।

এসময় রাষ্ট্র পক্ষ পুনরায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে পলিশ হেফাজতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ মামলায় অপর আসামীরা হলেন ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলেিগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এই দুই আসামিকেও আদলত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে আসামী পবোণর আইন জীবি রিমান্ড না মঞ্জুরের আবেদন করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মারুফ আহম্মেদ বিজন এবং মোখলেছুর রহমান স্বপন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম এবং ইয়ারুল ইসলাম।

এ দিকে রিমান্ড শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীরা। তারা আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুনানি শেষে আদালত থেকে জেলাখানায় নেবার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের নেতা কর্মীরা তাকে উদ্দেশ্য করে ডিম ও ইট পাটকেল ছুড়ে।