সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
আদিতমারী উপজেলা আওয়ামীলীগে বিএনপি জামাত হতে আসা অনুপ্রবেশকারী নেতাদের প্রতিহত করা ঘোষণায় তৃণমূলের নেতা কর্মীদের ঝাড়ুমিছিল, বিক্ষোভ ও সমাবেশ করছে।
রবিবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভকারীরা প্রায় ৩ ঘন্টা ধরে বুড়িবাজার নামক স্থানে আন্তর্জাতিক মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শতশত বাস, ট্রাক, পিকাপ, অটোরিক্সাসহ সকল যানবাহন দুই ধারে অবরুদ্ধ হয়ে পড়ে।
জানা গেছে, গতকাল শনিবার ১৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানির অবসর রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়।
এই বর্ধিত সভায় আওয়ামীলীগের নেতারা আদিতমারী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা দিয়েছে। সেই কমিটিতে আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী কে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত বিএনপি নেতার রমজান আলীর পুত্র মোঃ রফিকুল আলম কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
এ দিকে ঘোষিত কমিটিকে চ্যালেন্স করে আজ ২০ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায় আদিতমারী উপজেলার আওয়ামী লীগের দপ্তরে হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতে পাল্টা আদিতমারী উপজেলা আওয়ামী লীগের পৃথক ১ টি কমিটি ঘোষনা করে। বিক্ষোভ সমাবেশের সভাপতি ও আদিতমারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাতক মোঃ আব্দুর রশিদ তৃণমূলের আওয়ামী নেতার মতামত নিয়ে পৃথক ১টি কমিটি ঘোষনা দেয়। সেখানে আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ঘোষনা দেয়া হয় ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর ও সাধারণ সম্পাদক ঘোষনা দেয় কমলা বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি কে। নতুন এই কমিটি সভাপতি ও সম্পাদককে তৃণমূলের নেতারা ফুল দিয়ে বরণ কওে নেয়। পওে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তারা শনিবারের বর্ধিত সভায় তথাকাথিত কমিটিকে চ্যালেন্স করেন। তারা বলেন কোন বিএনপি নেতা ও বিএনপি নেতার পুত্রকে আদিতমারী উপজেলায় কোন আওয়ামীলীগের ব্যানারে রাজনৈতিক কর্মসুচি পালন করেতে দেয়া হবে না।
দ্বিতীয় দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন কালে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ ওমর চিশতি, সাংগঠনিক সম্পাদক ও ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর প্রমুখ। বিক্ষোভ সমাবেশ মিছিলে বীরমুক্তিযোদ্ধা ও হাজার হাজার তৃণমূলের নেতা কর্মী অংশ নেয়। সমাবেশ হতে আগামী কালকেও একই স্থানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের আদিতমারী কমিটি হতে বাদ দেয়া হবে না ততদিন পর্যন্ত কর্মসূচি আপন হতেই থাকবে। প্রয়োজনে ১৫ দিনের লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দেয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post