বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘদিন পর আধুনিকায়ন করা হচ্ছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
৫০ শয্যার কমপ্লেক্সটি ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। বিভিন্ন পদে অভিজ্ঞ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে । প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন এখানে ।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে যখন প্রথম করোনা শনাক্ত হয়, তখন থেকে এ কমপ্লেক্সটির গুরুত্ব বাড়ে। জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধ কার্যক্রম অবদানের জন্য ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কমপ্লেক্সটির চিকিৎসাসেবার মানোন্নয়নে আরো গতিশীল পদক্ষেপ গ্রহণ করছেন কর্তৃপক্ষ ।
স্বাস্থ্য কমপ্লেক্সটি বহির্বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মডেল এনসিডি কর্নার প্রতিষ্ঠা, ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগীদের জন্য বিনা মূল্যে ওষুধ সরবরাহসহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা মেডিক্যাল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেবা চালু করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post