Print Date & Time : 22 April 2025 Tuesday 11:30 am

মিরপুরে আন্তঃজেলা চোর দল গরু ও ট্রাকসহ আটক

তিনটি গরু ও একটি ট্রাকসহ ৬ জন গরুচোরকে আটক করেছে পুলিশ। ১৩ এপ্রিল রাত ৪টায় মিরপুর থানার পোড়াদহ টু আমলা গামী পাকা সড়কের কুশবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ১) মোঃ আজিবার শেখ(৪৮),পিতা-আরশেদ আলী শেখ, সং-পায়ারী গোরস্থান পাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ২) মোঃআকিরুল সরদার(২২), পিতা-মৃত কাশেম সরদার, সাং-জেহালা মাঠপাড়া,থানা-আলমডাঙ্গা,জেলা-চুয়াডাঙ্গা, ৩) মোঃ রানা মন্ডল(২৫), পিতা-মোঃ নাসিরুল মন্ডল, সাং-মথুরাপুর,৪) মোঃ মোজাম হোসেন(৩০), পিতা-মোঃ আরজান মন্ডল, সাং-শশীধরপুর মন্ডলপাড়া, উভয়থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের আটক করা হয়। 

১) জুয়েল ইসলাম(২৭), পিতা-অজ্ঞাত,সাং-আল্লারদর্গ, বর্তমান ঠিকানাঃ বেগুন বাড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, ২)মোঃ সিরাজ(৪০), পিতা-মোঃ রেজাউল, সাং-বামুনদি মঠমোড়া গো হাটার পাশে, থানা-গাংনী,জেলা-মেহেরপুর, ৩) মোঃ লিটন আলী(২৭), পিতা-অজ্ঞাত, সাং-বেগুন বাড়ীয়া, থানা-দৌলতপুর,জেলা-কুষ্টিয়া ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেছে।

উদ্ধার করা ১টি এড়ে মূল্য অনুমান-১,২০,০০০/-টাকা, ১টি লাল রংয়ের দেশী এড়ে, মূল্য অনুমান-৫০,০০০/-টাকা, ১টি ক্রস বকনা গরু, মূল্য অনুমান-৬০,০০০/-টাকা) সর্বমোট আনুমানিক মূল্য ২,৩০,০০০/-টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ১টি টাটা ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট, ২৪-৭২৬১ জব্দ করা হয়।

গ্রেফতরকৃত আসামী ও জব্দকৃতআলামতসহ মিরপুর থানায় নেওয়া হয়। ওই ঘটনার প্রেক্ষিতে মোছাঃ জেসমিন আক্তার বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছেন। মামলা নং-১২, তারিখ-১৩/০৪/২০২৩ খ্রিঃ,ধারা-৪৫৭/৩৮০/৪১১

পুলিশ জানায়, কুষ্টিয়ার সাইবার ক্রাইম ও ডিবি পুলিশের একটি দল মিরপুরথানা পুলিশের সহায়তায় গুরুত্বপূর্ণ মামলার আসামী ধরার জন্য গভীর রাতে মিরপুর থানার কুশবাড়ীয়াতে যায়। এসময় কুলসিবাড়িয়া এলাকার কেয়ামত আলীর দোকানের সামনের সরু পাকা রাস্তায় একটি বড় উচু ট্রাক (যাহা ঐরাস্তায় ঐ সময়ে যাওয়ার কথা না) যেতে দেখে। এতে সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ শাহদারা খান এর সন্দেহ হলে তিনি সঙ্গীয় এসআই/ আলমগীর হোসেন, এসআই/ শরিফুলইসলাম, এএসআই/ মামুনুর রশীদকে নিয়ে ট্রাকটি থামান। ট্রাকের ভিতর কি আছে জানতে চাইলে ট্রাকের ড্রাইভার বলে কিছু নেই। তখন মোঃ শাহদারা খান কং/১৬৪১ মোঃ উজ্জল হোসেনকে ট্রাকের ভিতর কি আছে তা দেখার জন্য বলেন। কং/ উজ্জল হোসেন ট্রাকের উপর উঠে দেখেন ট্রাকের ভিতর পা বাধা অবস্থায় ৩টি গরু ও ৬ জন লোক আছে। এরপর তাদের আটক করা হয়।

বৃহস্পতিবারকুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানিয়েছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ এপ্রিল ২০২৩