কুষ্টিয়া: “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়” শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও বিতার্কিক সম্মিলন ২০২৫।
শনিবার (৮ই মার্চ) ঢাকা ডেন্টাল কলেজ অডিটরিয়ামে
এই বৃহৎ আয়োজনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মাদ্রাসার বিতার্কিক ও ডিবেটিং ক্লাবের সম্মানিত মডারেটরগণসহ অভিভাবক ও শিক্ষকমন্ডলী অংশগ্রহন করেন।
এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি’র ২২ বছর পথচলায় যাদের অবদান অগ্রগন্য, এনডিএফ বিডি’র সেই প্রাক্তন বিতার্কিকরা।
পুরো আয়োজন জুড়ে ছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও আলোচনা।
বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাটি সকল নারী বিতার্কিকদের জন্য উন্মুক্ত ছিল। এই বিতর্কে সেরা পাঁচজন বিতার্কিকরা হলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের আদিবা সুলতানা আলিফা (১ম), ইস্টার্ন ইউনিভার্সিটি মোসাম্মৎ মার্জিয়া (২য়), এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের রিমু আক্তার (৩য়), আনিকা রহমান মৌ (৪র্থ) এবং নুঝাত তাহসিন (৫ম)।
প্রদর্শনী বিতর্কে “এই সংসদ নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমর্থন করে না” শীর্ষক প্রস্তাবকে উপজীব্য করে বিতর্ক করেন শাহনিম সাইফ রুহান, সাদিয়া আফরিন উর্মি, নাফিসা তাসনিম, উদয় নারায়ণ, উম্মে হাবিবা ও আজম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি এবং ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ পরিমল চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল হাসান।
মুক্ত আলোচনা, পুরস্কার বিতরণী এবং ইফতার ও দোয়া মাহফিল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অফ নিউজ বোরহানুল হক সম্রাট।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর চেয়ারম্যান একেএম শোয়েব।
অনুষ্ঠানের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজ ডিবেট এন্ড কুইজ সোসাইটির সভাপতি আহনাফ রহমান।
সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ, আমিন উল্লাহ ফাহাদ, আসিফুল হুদা চৌধুরী, আয়শা সালিন, তাইয়েব তানজিম, মারিয়া খান, আল শাহরিয়ার তৌহিদ, আলভী মাহমুদ, বিলকিস বারী, মো: তাওহীদ হোসেন দীপ্র, মাহবুব, মুনতাহা এবং ঢাকা ডেন্টাল কলেজ ডিবেট এন্ড কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক আল শাহরিয়ার তাওহিদ ও সাংগঠনিক সম্পাদক আলভী ওমায়ের মাহমুদ।
এই আয়োজনকে সফল করার লক্ষ্যে বিশেষ ধন্যবাদ জানাতে এনডিএফ বিডি বিশাল পরিবারের সম্মানিত এলামনাইদেরকে তারমধ্যে আহমেদ রাকিব, মেজর তানভীর, ডাক্তার দীপ ,ডাক্তার আরিফিন, আসাদ, ডাক্তার স্বাক্ষর ,তিথি, ডাক্তার কল্যাণ ,রাজন ,ডাক্তার সোহান, হাসান, রুদাবা,ডাক্তার ফরহাদ ।
অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন, এনডিএফ বিডি’র মহাপরিচালক এবং স্কুলিং প্রোগ্রামের রেক্টর, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

Discussion about this post