সিলেট অফিস:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যশানাল এর আয়োজনে নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান।
ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা লীগের সভাপতি শাহনারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা মহিলা লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা বেগম কামরান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, ফাহিমা আহাদ কুমকুম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগে সদস্য সাবিনা সুলতানা, মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সরওয়ার সবুজ।
এছাড়াও সিভিল সোসাইটি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদা আক্তার, ডিপার্টমেন্ট অফ ল’ এর সহকারি অধ্যাপক নুসরাত হাসিনা, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।
আলোচনা সভায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় গুলো তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সেসকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়। এছাড়াও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এসপিডাব্লিউ সাব-কমিটি ও এমএএফ সাব-কমিটির দুজন সদস্য তাদের কমিটির বেস্ট প্র্যাকটিস এবং অগ্রগতি তুলে ধরেন।
সিলেটে আদালতে হাজিরা দিতে আসার পথে খুন
সিলেট অফিস: সিলেটের আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। সঙ্গে থাকা তার বড়োভাই জাহেদুল ইসলামও (৩৩) আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুনেদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।
জানা গেছে, জুনেদুল ইসলাম তার ভাই জাহেদুল ইসলামকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেটের আদালতে যাচ্ছিলেন একটি মামলায় হাজিরা দিতে।
পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাদের অটোরিকশা আটকে ধারালো অস্ত্র হাতে অতর্কিত হামলায় চালায়। হামলায় জুনেদুল ঘটনাস্থলেই নিহত হন। তার ভাই জুনেদুল গুরুতর আহত হন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
তিনি বলেন, ‘দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। মামলায় হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা করেছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’ আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ মার্চ ২০২৪

Discussion about this post