Print Date & Time : 9 October 2025 Thursday 7:22 am

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি

মেহেরপুর প্রতিনিধি: ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রীতম শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তরিকুল ইসলাম, এবং মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামামুল হক।

এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তারা প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।