Print Date & Time : 29 July 2025 Tuesday 12:42 am

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘ভিকটিমদের কথাই পথ দেখাবে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় ইউএসএআইডি এবং ইউনরক ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের লালদিঘী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফুলবাড়ী আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি সীতা রাম দাস, সহ সভাপতি শাহাজান আলী, আরডিআরএস বাংলাদেশের পিআর লিডার রতিন্দ্রনাথ, ফাহিমা আক্তার, মিঠুন, মানব পাচারের ভিকটিম মোজাফ্ফর হোসেন, রাশেদুজ্জামান প্রমুখ।
শেষে ওই এলাকায় সাইকেল র‌্যালী করা হয়।