“স্বেচ্ছাসেবকের মাধ্যমে সংহতি” এ প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সচেতনতা মূলক শোভাযাত্রায় বাগান এলাকা প্রদক্ষিণ করে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহয়তায় এই দিবসটি উদযাপিত হয়।
পরে শোভাযাত্রা শেষে প্রকল্প অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর সিলেট বিভাগের ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী জনক দেববর্মা, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিলেট রিজিয়ন এর পার্টনারশিপ ফ্যাসিলিটের মার্ক শাওন ত্রিপুরা, জাগছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই প্রমুখ।
আলোচনা সভায় উপস্থাপনা করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর সমাজকর্মী ফ্লোরিস আমসে এবং রাইমন বিশ্বাস।
এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক উইলিয়াম পাত্র সহ দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post