Print Date & Time : 30 July 2025 Wednesday 10:08 am

আপনারা আমার কাছে আসবেন না, আমিই আপনাদের কাছে যাবঃ  ইবি ভিসি

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:

নবনিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্মক্ষেত্রে যোগদান করেছেন। যোগদানপত্রে স্বাক্ষর পূর্বে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা চারটার দিকে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেন । এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে বরণ করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করেন তিনি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের মাগফেরাত কামনায় দোয়া  মুনাজাত অনুষ্ঠিত হয়।

পরে একে একে ক্যাম্পাসের শহিদ মিনার, স্মৃতিস্তম্ভ ও মুক্ত বাংলায় উপাচার্য ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রে আমার কোন ব্যক্তিগত পরিকল্পনা ছিল না।  আল্লাহ আমাকে ঠেলে পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রদের সাথে সবচেয়ে বড় সম্পর্ক। এই সম্পর্ক আমার এখানেও গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আমি কোন স্বার্থের জন্য না, কোন গোষ্ঠীর জন্য না।  আমি নির্দিষ্ট কোনো আদর্শের জন্য না। আমি একমাত্র ছাত্রদের জন্য।  বিশ্ববিদ্যালয়ের  লক্ষ্য ও উদ্দেশ্য এবং আমার  চিন্তা চেতনার সাথে ঐক্যের মিল রেখে আমি  কাজ করবো। আমার কাজ হবে সত্য পথের কাজ। আল্লাহর নির্দেশিত পথের কাজ এবং ভালো মানুষের পথের কাজ।  আমার কাজ হবে বিশ্ববিদ্যালয়কে আদর্শ এবং আধুনিক বিশ্ববিদ্যালয়ে তৈরি করা। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে তৈরি করা।”

টি//দৈনিক দেশতথ্য//২৫ সেপ্টম্বর,২০২৪//