ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
‘আল-কুরআন বিভাগের প্রথমবারের এই মুক্ত অনুষ্ঠানকে আপনারা ভালো ভাবে কাজে লাগাবেন। আপনারা যে জ্ঞান অর্জন করেছেন সেটাই পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিলনায়তনে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি মানুষ ও সমাজের কল্যাণে এ জ্ঞান বিতরণে আপনাদের প্রাণ নিবেদিত হবে।
“এসো কুরআনের ছায়াতলে”-স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো অ্যালামনাই ও পুনর্মিলনীর আয়োজন করে বিভাগটি। এদিন বিভাগটি বর্ণ্যাঢ্য র্যালি, অ্যালামনাইদের আলোচনা সভা, ক্বিরাত সন্ধ্যা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ড. শেখ মহিউদ্দিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকসহ সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি।
এছাড়া আরো বক্তব্য রাখেন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. তাহির আহমেদ, অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহিয়ার রহমান, অধ্যাপক ড. এবিএম হিজবুল্লাহ, অধ্যাপক ড. লোকমান হোসেন, বিভাগের ১ম ব্যাচের ছাত্র অ্যালামনাই নাজমুল হক সাইদী, ডাঃ শফিকুর রহমান পাটওয়ারী ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা প্রমূখ।
উল্লেখ্য, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৮৫-৮৬ বর্ষে প্রথম যাত্রা শুরু হয় এবং বর্তমানে বিভাগটিতে ৩৮তম ব্যাচ অধ্যয়নরত। থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এরই মধ্যে ৩৩টি ব্যাচ গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।