Print Date & Time : 30 April 2025 Wednesday 11:48 pm

আপনার সন্তানকে অপকর্ম থেকে হেফাজতে রাখবে: এড. রাকিবুর রহমান সাগর। 

মুহাম্মাদ রুমান দেওয়ান সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জামিয়া দারুল আরকাম কওমি মাদরাসায় ২১শে জানুয়ারী মঙ্গলবার ০১দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক হিসাবে ছিলেন মাওলানা এহতেরামুল হক কাসেমী, পীর সাহেব উজানি। 

উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন সদ্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমরা যারা এখানে আছি সবাই মুসলমান, তাই আমাদের সন্তানকে আমরা দ্বিন শিক্ষা দিবো, একজন সন্তান যখন সঠিক দ্বীন শিক্ষা পাবে, সে কখনো নেশাগ্রস্ত হবেনা, সে কখনো মাদক কারবারি হবেনা, সে ইভটিজার হবেনা, সে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌছে দিবে। তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজ, ভূমিদস্যুর ঠাই হবেনা, চাঁদাবাজ, ভূমিদস্যু, ছিনতাইকারী, যেই হোক, আমরা তার প্রতিহত করবো। 

মাহফিলে আরও ধর্মীয় আলোচক ছিলেন, মুফতি রিয়াজুল করিম বিক্রমপুরি, মুফতি শাহেদুল ইসলাম, মুফতি নাছির উদ্দিন রহমানী, মাওলানা মোঃ মোবারক হোসাইন মক্কি, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, হাফেজ মাওলানা ক্বারী নূরুল আফসার, ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন, হাফেজ ক্বারী মোঃ মুস্তাকিম বিল্লাহ জিহাদী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোশাররফ হোসেন।