Print Date & Time : 11 May 2025 Sunday 1:14 pm

আফ্রিকা প্রবাসী বুলবুলের মরদেহ এলো ৬দিন পর

সাউথ আফ্রিকার কেপটাউন শহরে বুলবুল কামাল (৪২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর ৬দিন পর প্রবাসী বুলবুলের মরদেহ দেশে এসেছে। মঙ্গলবার (২৮নভেম্বর) ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহণ করা হয়।

প্রবাসী বুলবুলের ছোটভাই মামুন কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। বুলবুল কামাল কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। মামুন জানান, গত বুধবার দিবাগত রাতে সাউথ আফ্রিকার কেপটাউন শহরে হঠাৎ শ্বাসকষ্ট উঠে বড় ভাই বুলবুল কামালের মৃত্যু হয়। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহণ করা হয়। এরপর বড় ভাইয়ের মরদেহ গ্রামে পৌঁছালে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর  ফুটবল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া নারী ও শিশু আদালতের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। 

প্রসঙ্গত, আফ্রিকার কেপটাউন প্রবাসী বুলবুল কামাল দীর্ঘ প্রায় ১৩ বছর প্রবাসে ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৮,২০২৩//