নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) বিকেলে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ এর গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবরারের পরিবারের সাথে সাক্ষাৎ করেন । এসময় নেতৃবৃন্দের সাথে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ৯৫ বছর বয়সী বৃদ্ধ দাদা আব্দুল গফুর কথা বলেন। তিনি বলেন, আমি বেঁচে থাকা অবস্থায় আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা দেখে যেতে চাই।
বাংলাদেশ মানবাধিকার সমিতির কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, হত্যাকারী কোন দলের হতে পারেনা।আবরার ফাহাদের হত্যাকারীরাও কোন দলের না। তারা যেকোন একটি দলের ছত্রছায়ায় এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকে। এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে তবেই এমন ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক শুভ, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, জেলা শাখার সদস্য শেখ সাহেদ হাসান প্রেম। এছাড়াও উপস্থিত ছিলেন, এস এম মিরাজ, আব্দুস সালাম, কৌশিক, শাহীন পারভেজ প্রমূখ।
উল্লেখ্য, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের কিছু দুর্বৃত্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর মধ্যরাতে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে।

Discussion about this post