Print Date & Time : 1 September 2025 Monday 10:10 am

আবারও বড়লেখা সীমান্তে আটক ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ই জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে তিন নারী ও সাতজন পুরুষ। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে আজ শনিবার ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।