নেপাল থেকে ইন্টারন্যাশনাল আইকনিক এ্যাওয়ার্ড ২০২১ এ ভূষিত এবং পিএইচডি ডিগ্রি অর্জন করায় কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুষ্টিয়া শাখার চেয়ারপার্সন ডাঃ এএফএম আমিনুল হক রতন ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি “বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি স্মারক ” লাভ করায় কবি আলম আরা জুঁইকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আড়ুয়াপাড়া কুষ্টিয়া আবৃত্তি পরিষদের কার্যালয় (ছায়ানীড়) এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রতন লিজা ম্যাটস্ এর চেয়ারম্যান নারীনেত্রী ডাঃ আসমা জাহান লিজা। কুষ্টিয়া আবৃত্তি পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্নান। কবি ও লেখক রেজাউল করিম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের কোষাধ্যক্ষ ম. মনিরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চিন্টু। অনুষ্ঠানে কবিতাপত্র পাঠ করেন কবি শংকুর শেখর কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে কোহিনূর খানম, এনামুল হক সালাম, জেসমিন আরা, কবি সৈয়দা হাবিবা, ড. শর্মিষ্ঠা, শিল্পী সীমান্ত সহ সংগঠনের সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডাঃ আমিনুল হক রতনের পিতা প্রয়াত ডাঃ তোফাজ্জল হক কুষ্টিয়ার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক ও সার্জন। তার পরিবারের ৭০ জনের অধিক চিকিৎসক দেশে বিদেশে কৃতিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন।
তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত একজন প্রগতিশীল মানুষ। তিনি দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি চিকিৎসা সেবার মধ্য দিয়ে জনগণকে সেবা প্রদান করে চলেছেন। কুষ্টিয়ায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
এবং কবি আলম আরা জুঁই দীর্ঘদিন ধরে কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাসহ সম্প্রতি সারা বাংলাদেশের মধ্যে “বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি স্মারক” লাভ করতে সক্ষম হয়েছে।

Discussion about this post