নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে।
গতকাল দুপুরে সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুজজামান। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মাসুদুল হাসান, ফারাহ হোসেন লিটন।
দৈনিক দেশতথ্য//এল//