কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
রোববার (৭ মে) বেলা ১২টায় হল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
হলটিতে মানসম্মত খাবার পরিবেশন, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ইন্টারনেট সমস্যা দূরীকরণসহ বিভিন্ন দাবি জানান শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘ওয়াইফাইয়ের স্থায়ী সমাধান চাই’, ‘ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করুন’, ‘বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে’, ‘হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে’, ‘হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন’, ‘আমরা সাধারণ শিক্ষার্থী, জেলখানার কয়েদি নই’, সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে, নইলে দায়িত্ব ছাড়তে হবে’, ‘বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
হলের আবাসিক শিক্ষার্থী হানিফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিং ও টয়লেটগুলোতে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে।
ফলে শিক্ষার্থীদের ট্যাপের পানি খাওয়ানো হচ্ছে। গত কয়েকদিন ধরে হলে ওয়াইফাই (ফ্রি ইন্টারনেট ব্যবস্থা) নেই। বিষয়গুলো নিয়ে কয়েকবার প্রভোস্ট স্যারের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আজও স্যারকে সমস্যাগুলো অবহিত করলে তিনি বলেন, সাধারণ ছাত্ররা যে যাই বলুক, আমরা আমাদের মতো হল চালাবো।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, ‘ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠন সাপেক্ষে যতদ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। ’
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ মে ২০২৩

Discussion about this post