Print Date & Time : 2 July 2025 Wednesday 2:26 am

আমলাদের কারণেই দেশে সব সংকট : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আনারকলিকে দেশে দ্বিতীয়বারের মত ফেরত আনার ঘটনাই প্রমাণ করে যে, দেশে সচিব-মন্ত্রী-আমলাদের কারণেই সব সংকট হয়েছে

৩ আগস্ট সকাল ১০ টায় সেগুন বাগিচাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন,স্বাধীনতার ৫১ বছর পর এসে শুধুমাত্র সুপরিকল্পনার অভাবে বাংলাদেশে সংকট বারবার ঘুরেফিরে এসেছে। যে দেশে বিদ্যুতের কোন নিশ্চিত ভবিষ্যত নেই, সেই দেশে মেট্রোরেল কেবল হাস্যকরই নয়; বেদনারও।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য//এল//