কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশীর আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই দিন ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৮,২০২২//