আমলা অফিস : কুষ্টিয়ার মিরপুরের আমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আমলা প্রেসক্লাবের উদ্যোগে আমলাসদরপুর সাগরখালী ব্রিজের নিচে তরী রেস্টুরেন্ট ও ক্যাফেতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আমলা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার, সচিব শাকিলুর রহমান, জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, সহকারী জেনারেল ম্যানেজার মেহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাবাতুল ইসলাম, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাসান আলী, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এজিএম মন্টু, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সদস্য আছাদুর রহমান বাবু, আমলা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, রাহাত আলী, আব্দুর রশিদ, আশকর আলী, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রমজান আলী সাহেব, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, মামুনুল ইসলাম ঝন্টু, সালিম খাঁন, আমলা সরকারী কলেজের অফিস সহকারী আব্দুর রহমান, সমাজ সেবক ইদবার আলী, ব্যবসায়ী সুফী আল আসাদ, সাংবাদিক আবু হেনা মস্তফা কামাল, গোলাম কিবরিয়া, আলম মন্ডল, হীরা, জাহিদ হাসান, রুবেল আহম্মেদ নান্নু, পলাশ হালদার, প্রদীপ কুমার, খালিদ সাইফুল্লা প্রমুখ। এছাড়া আমলা ও মিরপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post