আমলা অফিস : কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিনের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে আমলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি খাইরুল আলমের উদ্যোগে আমলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় আমলা প্রেসক্লাবে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫৯তম জন্মদিনের কেক কাটেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি খাইরুল আলম, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, আমলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এফএনএস এর কুষ্টিয়া প্রতিনিধি গোলাম কিবরিয়া মাসুম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি আবু হেনা মস্তফা কামাল, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, শিক্ষক মাসুদ রানা, সাইফুজ্জামান হিরা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ, কৃষিবিডির পরিচালক জাহিদ হাসান, আমলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী, আওয়ামীলীগ নেতা আলম মন্ডল, সাংবাদিক আশরাফুল আলম হিরা, দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন প্রমুখ। পরে আমলা আওয়ামী লীগের অফিসে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জমান তৌহিদ, আড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইদ আনসারী বিপ্লব প্রমুখ। এর আগে দুপুরে মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারন সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ন কবীর হিমু। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ, আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও জন্ম দিনের কেক কাটা এবং শুভেচ্ছা জানানো হয় কামারুল আরেফিনকে।
প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা শেষে তার দীর্ঘায়ূ কামনা করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post