১২৩ বছর আগে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠা করেছিলেন জানকী নাথ সাহা। তাঁর প্রৌপুত্র ইঞ্জিনিয়ার শ্রী অরূপ কৃষ্ণ সাহা স্কুলটি দেখতে আমলায় এসেছেন। তাকে পেয়ে উচ্ছসিত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অরূপ কৃষ্ণ সাহা।
স্মৃতিচারণে প্রধান অতিথি বলেন, উপমহাদেশে প্রথম চা চাষ করেন স্বর্গীয় জানকি নাথ সাহা। আমরা ছোট বেলায় শুনতাম, আমাদের বিদ্যালয়ের ইন্ডিয়ায় চা বাগানের শেয়ার আছে। উনারা দেশ ভাগ অর্থাৎ ১৯৪৭ সালের আগেই ভারতে গিয়েছিলেন। তাই পার্টিশনে তাদের কোন সমস্যা হয়নি। সমস্যা করেছে কেবলমাত্র যোগাযোগ।
এসময় সভাপতি কামারুল আরেফিন বলেন, আমলা সদরপুরের মাটি বীর জন্মানোর ঘাঁটি। প্যারীসুন্দরী, ডঃ রাধা বিনোদ পাল সহ আরও অনেকেই আমলা সদরপুরের মাটিকে গৌরবোজ্জ্বল করেছে।
এসময় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২০,২০২৩//

Discussion about this post