Print Date & Time : 21 September 2025 Sunday 2:53 am

আমিন নার্গিস ফাউন্ডেশনের দোয়া মাহফিল

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে ঐতিহ্যবাহী আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ), ফাতেহা ইয়াজদাহুম ও পরিবারের মরহুম মরহুমাদের ইছালে সওয়াব উপলক্ষে
দোয়া ও মিলাদ মাহফিল মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদে আছর হতে খতমে কুরআন, গাউছিয়া শরীফ, ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ মাহফিল সম্পন্ন হয়।

ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ সৈয়দ মোহাম্মদ ইয়াছিন বাহাদুরের সভাপতিত্বে বাদে এশা অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা শাহ সূফী শাহ্জাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল্-কাদেরী (মাঃ জিঃ আঃ)। বিশেষ বক্তা ছিলেন নাজিরহাট আহমদীয়া মিলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা আব্দুস সালাম শরীফি (মাঃ জিঃ আঃ)। আমন্ত্রিত অতিথি ছিলেন হযরত শাহ্ আহমদ উল্লাহ এমদাদিয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল মাওলানা জিয়াউল হক আল্-কাদেরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ডাঃ এম আমিন উল্লাহ বাহার চৌধুরী, গোলে নার্গিস ও আমিন নার্গিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো:রবিউল হোসাইন চৌধুরী সাকিব ও ডক্টর লাজিনা তাসনিম চৌধুরী সামিয়া সহ তাদের পরিবারের প্রয়াত সকল মুরুব্বি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথি দোয়া মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সকলেের মাঝে তাবরুক বিতরণ করা হয়।