Print Date & Time : 23 August 2025 Saturday 12:53 pm

‘আমি এমপি হয়ে জনকল্যাণমূলক কাজ করতে চাই’


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান মিলন পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। আজ রবিবার রাত সাড়ে ৮ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন।


প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান বলেন, ‘চাকুরী থেকে অবসর নেয়ার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি এমপি হয়ে জনকল্যাণমূলক কাজ সহ এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই।’


ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান আরও বলেন, ‘ রাজনীতির পাশাপাশি আমি বঙ্গকন্ঠ নামে একটি ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টালের প্রকাশনা শুরু করেছি। এটি জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে শীঘ্রই প্রিন্ট হয়ে মাঠে আসবে। এছাড়া শেষ জীবনে লেখা লেখি ও রাজনীতির সাথে যুক্ত থেকে আমি মানুষের সেবা করতে চাই।’

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, অমল মুখার্জি, এস এম মোশারফ হোসেন মিন্টু, নেছার উদ্দিন আহমেদ টিপু, গোফরান পলাশ, মেজবাহ উদ্দিন টুকু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমুখ।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৯ মার্চ ২০২৩