Print Date & Time : 10 May 2025 Saturday 11:09 pm

আরও ১৮৫ ক্লিনিক-হাসপাতাল বন্ধ হলো

দেশে চলমান অভিযানে ১৮৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত অভিযানে এক হাজার ৩৩৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও বরিশাল বিভাগে মঙ্গলবার কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। তবে চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ৫৮টি, রংপুরে ৪৯টি, ময়মনসিংহে ২৬টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ৮টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

এর মাধ্যমে এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ৩৩৪টি অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে।

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।

জা//দেশতথ্য/০১-০৬-২০২২//১১.২৬ এএম