Print Date & Time : 10 May 2025 Saturday 11:07 pm

আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকেই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯১ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ৮৭ জন এবং ঢাকার বাইরে চারজন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৩১২ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।


দৈনিক দেশতথ্য//এল//