Print Date & Time : 23 August 2025 Saturday 9:12 am

আর কোনদিন অসাংবিধানিক তত্ত্বাবধায় সরকার আসবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধিঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না, তাই এ নিয়ে বিএনপির আন্দোলন করে কোন লাভ নেই।

কুষ্টিয়ায় নিজ বাসভবনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি; তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।

 এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//