Print Date & Time : 23 August 2025 Saturday 9:29 am

আলকুশি বা বিলাই চিমটি ফুলের সৌন্দর্য!

আলকুশি একটি গুল্ম জাতীয় গাছ। এটি শিম পরিবারের একটি উদ্ভিদ। ফল অনেকটা শিমের মতো, বীজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে। এগুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে। এটিকে অনেকে বিলাই-চিমটি নামেও চিনে থাকে।
বোটানিক্যাল নামের Pruriens শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ চুলকানির অণুভূতি। ফলের খোসা ও পাতায় আছে- সেরাটোনিন, যার কারণে চুলকানির উদ্রেক হয়।
বিভুতিভূষন বন্দ্যোপাধ্যায় রচিত “পথের পাঁচালী” গ্রন্থে আলকুশির উল্লেখ পাওয়া যায়।