সিলেট অফিস: ‘রমজান বাজার’ চালু করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে ভোক্তাদের পণ্য দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ২টা থেকে নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদারাসা মাঠে এ বাজার চালু হয়। ফিতা কেটে বাজারের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উদ্বোধনকালে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।
কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়- সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মার্চ ২০২৪

Discussion about this post