Print Date & Time : 20 April 2025 Sunday 3:02 pm

আলোচনায় সিলেট – ৬ আসনের নুরুল ইসলাম নাহিদ

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ)।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিয়েট প্রার্থীদের ভিড় আসনটিতে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে বিজয়ী করতে জোটের বলি হয়েছিলেন সিলেট-৫ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী শমসের মবিন চৌধুরী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিকল্প ধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে নাহিদকে বিনা ভোটে বিজয়ী করতে বলি হতে হয়েছিল পাশের আসনের আওয়ামী লীগ প্রার্থী মাসুক উদ্দিনকে।

আগের দুটি নির্বাচনে নাহিদ পার পেলেও আসন্ন নির্বাচনে বদলাতে পারে পুরো চিত্রই। ভোটারদের ধারণা, আসনটিতে এবার সমঝোতার বলি হতে পারেন আ. লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ।

এবার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দুই চেয়ারম্যানসহ স্থানীয় ১১ নেতা নাহিদের বিপক্ষে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল শেষ পর্যন্ত নাহিদের ওপরই আস্থা রাখে। গোলাপগঞ্জের বাসিন্দা শমসের মবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন।এবারেও নিজ দল থেকে আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। যাচাই-বাছাই শেষে এ আসনের সব প্রার্থী বৈধ হয়েছেন।

শমসের মবিন চৌধুরীর সমর্থকদের দাবি, ক্ষমতাসীন দলের সহযোগিতায় তিনি তৃণমূল বিএনপির দায়িত্ব নিয়েছেন। গত নির্বাচনে শমসের মবিন মহাজোটের প্রয়োজনে নাহিদকে ছাড় দিয়েছেন, এবার শমসের মবিনকে ছাড় দেওয়ার পালা নাহিদের। যদি এমনটি ঘটে তবে আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পরিষ্কার হবে পুরো চিত্র। আর যদি নাহিদ ছাড় না দেন,তবে ভোটের লড়াই হবে ত্রিমুখী।কারণ, আ.লীগের প্রভাবশালী নেতা সরোয়ারও প্রার্থী হয়েছেন আসনটিতে। দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। জনসমর্থনে সমানতালে পাল্লা ভারী আছে তারও।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৭,২০২৩//