Print Date & Time : 22 April 2025 Tuesday 3:59 am

আলোচিত সবুজ হত্যায় দুই আসামির যাবজ্জীবন

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনার তেরখাদা উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের আলোচিত পলাশ শেখ ওরফে সবুজহত্যার দায়ে ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি
আদালত।
একই সাথে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম ‍কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ওই ২ আসামি পলাতক ছিলেন।

অপরদিকে এ মামলার অপর ২ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগপ্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত পলাতক দু’আসামিরা হলেন, তেরখাদা উপজেলার বারাসাত গ্রামেরবাসিন্দা তকুব্বর ফকিরের ছেলে রোমান ফকির ও আড়পাঙ্গাসিয়া গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে মিলু। খালাসপ্রাপ্ত আসামিরা হলো, মুরাদ শরীফ ও
খসরু মোল্লা।

রোববার (০৯ মার্চ ) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতেরবিচারক মো: আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন
ওই আদালতের বেঞ্চ সহকারী মো: আলমঙ্গীর হোসেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//