Print Date & Time : 13 July 2025 Sunday 6:23 am

আল্লারদর্গা প্রেসক্লাবের উপদেষ্টার মৃত্যুতে দোয়া মাহফিল

জাহিদ হাসান: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলারপুর আল্লারদর্গা প্রেসক্লাবের উপদেষ্টা ও সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আল্লারদর্গা প্রেসক্লাব।

তাঁর আত্মার মাগফিরাত কামনায় আল্লারদর্গা প্রেসক্লাব হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

১২ জুলাই শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য নাজমুস সাদাত খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আশিক ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দিন, সদস্য জহুরুল ইসলাম, শাহাবুল মাহমুদ সহ অন্যান্যরা।

আলোচনায় বক্তারা মরহুম গিয়াস উদ্দিন মাস্টারের শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন— এমন প্রার্থনায় শেষ হয় দোয়া মাহফিল।