কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ’আল্লাহ যেন আমাগো হাসিনা আপাকে (প্রধানমন্ত্রী) অনেক দিন বাঁচাইয়া রাখে। তার লইগা(জন্য) আমি একটা পাকা ঘর পাইলাম। এবার ঈদে পরিবারের সবাইকে নিয়া পাকা ঘরে ঈদ করতে পারবো’এভাবেই কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের সিরাজ ফরাজীর ছেলে উজ্জল ফরাজী।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে জমি ও ঘর পেয়ে উজ্জল ফরাজী এভাবেই তার অনুভূতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন শেষে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান কোটালীপাড়া উপজেলার ২৫জন ব্যক্তির হাতে ২শতাংশ করে জমির দলিল ও একটি করে গৃহের চাবি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিয়া শারমিন, ওসি মোঃ জিল্লুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ও দেশের সকল জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করা। জাতির পিতার এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার এই স্বপ্ন বাস্তবায়ন করেছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, এর আগে কোটালীপাড়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২২৪টি পরিবারকে ২২৪টি পাকা ঘর দেওয়া হয়েছে। আজকে ২৫টি পরিবারকে ২৫টি পাকা ঘর দেওয়া হলো। আগামীতেও এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের এভাবে ঘর দেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post