Print Date & Time : 13 May 2025 Tuesday 10:24 pm

আল-আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বার এর উদ্বোধন

জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সেবা চালু করতে আল আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন হয়েছে।

১০ মার্চ (শুক্রবার) বাদ জুমা সিদ্ধিরগঞ্জ পুরাতন থানা সংলগ্ন এবাদিল্লাহ মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় আল আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন করা হয়।

আল আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বারের চেয়ারম্যান ডঃ আল হাসানের সভাপতিত্বে উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নাসির উদ্দীন মোল্লা।

ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন মোল্লা বলেন, বিভিন্ন সময়ে পত্র-পত্রিকার মাধ্যমে দেখতে পাই, বর্তমানে চিকিৎসা সেবার নামে চলছে ব্যবসা, ভূল চিকিৎসার মাধ্যমে মানুষকে হয়রানী হতে হচ্ছে, সম্পুর্ন নির্ভূলভাবে চিকিৎসা সেবা দিতে দক্ষ ডাক্তারগন ধারা আল-আকসা ল্যাব এন্ড ডক্টরস চেম্বার পরিচালিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//