ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিভাগের অধ্যাপক ড. আলতাফ হোসেন।
সোমবার (০৪ আগস্ট) বেলা ১২ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নব নিযুক্ত সভাপতি সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিনের স্থলাভিষিক্ত হন। বিভাগের পক্ষ থেকে উভয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. আরমিন খাতুন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহেদী হাসান, অধ্যাপক ড. সাহিদা আখতার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথী লস্কর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল, এ্যাকাউন্টিং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলীনুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. হামিদা খাতুন ও অধ্যাপক ড. নাজিম উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন। এসময় সদ্য সাবেক ও নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম।
সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগের একাডেমিকসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় তা সম্পন্ন করতে পেরেছি। আজ নতুন সভাপতি হিসেবে আমার সহকর্মী অধ্যাপক ড. আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণ করবেন। দোয়া করি তিনি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার নেক হায়াত দান করেন। আমি যাতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি।

Discussion about this post