Print Date & Time : 22 April 2025 Tuesday 10:08 am

আ. লীগের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী জলাবদ্ধতা নিরসন, স্মার্ট নগরভবন,নারীবান্ধব নগরী হিসেবে সিলেটকে গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 শনিবার (১৭ জুন) দুপুরে নগরের একটি হোটেলের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বলেন, আজকের এই শুভলগ্নে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অবতীর্ণ হওয়ার সুযোগ দিয়েছেন। নগরবিদদের মতো আমারও আকাক্সক্ষা ‘সুন্দর সমৃদ্ধ সিলেট’। বিশেষজ্ঞ মতামত ও জরিপের কারণে এখন আমি এই শহরের প্রতিটি সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে সচেতন। যেসব সমস্যা ইতোমধ্যেই চিহ্নিত হয়েছে, তা সমাধানে স্বল্প-মধ্যম-দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনাও করেছি বাস্তববাদী ও পূর্ণাঙ্গ একটি মহাপরিকল্পনার অভাব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই পরিপূর্ণ নাগরিক সেবা নিশ্চিত সম্ভব। ‘নাগরিকের সুস্বাস্থ্য’ নগর ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। পরিচ্ছন্নতা ও সবুজায়নের সঙ্গে নাগরিকের স্বাস্থ্যের বিষয়টি জড়িত। স্বাস্থ্যের সঙ্গে জড়িত সরাসরি উৎপাদন ও উন্নয়নের সম্পর্ক। তাই সবার আগে নিশ্চিত করতে চাই পরিচ্ছন্ন, সবুজ এবং পরিবেশবান্ধব সিলেট।

তিনি বলেন, পাহাড়, টিলা ও জলাশয় রক্ষাসহ অকাল বন্যা থেকে সিলেট নগরকে রক্ষাকল্পে পরিবেশের ভারসাম্য বজায় রেখে সিলেট নগরকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরে রূপান্তর করতে হবে।  রাস্তাঘাট, বাসা-বাড়ি নির্মাণ এবং নগর পরিকল্পনায় সবুজকে প্রাধান্য দেয়া হবে। ‘সবুজ সিলেট’ গড়ে তুলতে এলাকাভিত্তিক পরিকল্পিত বনায়ন করা হবে। বাড়িভিত্তিক সবুজায়নে উৎসাহিত করা হবে। নগর পরিকল্পনায় পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। নগরায়ন হবে পরিবেশবান্ধব। বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ‘শব্দদূষণ’ বিষয়ে প্রণীত আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট অধিদফতর ও সংস্থাগুলোর সঙ্গে মিলে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে। দুর্নীতির সঙ্গে আমার চিরকালের শত্রুতা। এ বিষয়ে আমি কোনো আপস করবো না। অতীতে করিনি, ভবিষ্যতেও করবো না, এ নিশ্চয়তা আমি দিতে পারি। নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের সহকর্মীদের নিয়ে দুর্নীতিমুক্ত সেবা প্রদান করবো। নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশীশক্তি, অনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত করে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করবো।

আনোয়ারুজ্জামান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সিলেটেও আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কোনও সরকার করেনি। আমি সিলেটকে একটি স্মাট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

২১ দফা ইশতেহারে যা থাকছে- স্মার্ট নগরভবন, সবুজ নগরী, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দূর্যোগ মোকেবালয় সচেতনতা, শিক্ষা সংস্কৃতি বান্ধব, নারী বান্ধব, ব্যবসা বান্ধব, পার্ক উদ্যান খেলার মাঠ প্রতিষ্ঠা, সচল সিলেট, মানবিক উন্নয়নে সিলেট, প্রবাসী বান্ধব, সম্প্রীতির সিলেট, পর্যটন বান্ধব সিলেট, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণ মূলক সুশাসিত সিলেট, নাগরিকবান্ধব সিলেট, তারুণ্যের সিলেট ও প্রযুক্তির সিলেট।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ইশতেহার ঘোষনা অনুষ্টানেনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ১৪ দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছা- সেবকলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২৩//