মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
“আওয়ামীলীগ ক্ষমতায় থেকে শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই।
শুক্রবার (১৮অক্টোবর) রাতে হাটহাজারী থানাধীন আমান বাজারস্থ একটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন আয়োজিত সিরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় শুরা সদস্য চট্রগ্রাম মহানগর আমির সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও আওযামীলীগ বলেছিল বাংলাদেশ তাদের দেশ কিন্তু তারা জনগনকে ধোকা দিয়ে দেশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। তাদের নির্যাতন সহ্য করে ১৮ বছর জামায়াত দেশে টিকেছিল, কেউ দেশ ছেড়ে পালায় নাই। কিন্তু ক্ষমতা হারিয়ে হাসিনা আধাঘন্টাও দেশে থাকতে পারে নাই, দিল্লীতে পালিয়েছে। এতে প্রমান হয় তারা দেশের সন্তান নয়।”
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি আরো বলেন, “আওয়ামীলীগকে দেশের মানুষ আর রাজনীতিতে আসতে দেবে না, মানুষ আগে তাদের বিচার চায়। তারা গত ১৭ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছিল। বিচার না হওয়া পর্যন্ত তাদের এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।”
ইউনিয়ন সভাপতি এড.বরকত উল্লা কাইচার এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, মাওলামা মামুনুর রশিদ নূরী, মাওলানা এবিএম মুনিরুজ্জামান, মাওলানা শরীয়তুল্লাহ জিহাদী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী, উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মহানগর মহানগর বাকলিয়া থানার আমীর আব্দুল জব্বার, বায়েজিদ থানা ১নং পাড়তলী ওয়ার্ড আমীর মাওলানা হাফেজ আবুল মনসুর।
উপজেলাা শুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন ও এসএম রাশেদ – এর সঞ্চালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী অধ্যাপক শোয়াইব চৌধুর, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আলী, হাটহাজারী পৌরসভা আমীর মিজানুর রহমান, উত্তর মাদর্শা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইসহাক প্রমুখ।
উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, দেশে মার্শাল ল এসেছে আওয়ামীলীগের কারণে। এদের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষে ১০ লক্ষ লোক না খেয়ে মৃত্যু হয়েছিল। শেখ মুজিব ১৯৭৫ সালে মাত্র ১৩ মিনিটে দেশে বাকশাল কায়েম করেছিল। রক্ষি বাহিনী দিয়ে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছিল।এ হলো আওয়ামীলীগের ইতিহাস।

Discussion about this post