হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া) ।। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহর ফুফাতো ভাই ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিনুর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি মজিবর বয়াতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কুষ্টিয়া আদালত।
উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন শেষে আত্মসমর্পণ না করে সময় আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
২০২০ সালের ২৯ আগস্ট হাসিনুর রহমানকে নিজ এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় দৌলতপুর থানায় হাসিনুর রহমানের চাচাতো ভাই
আব্দুল জব্বার বাদী হয়ে মজিবর রহমান ও তার ছেলে জাহাঙ্গীরসহ ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ঐদিনেই মামলার প্রধান আসামি মজিবর বয়াতিকে আটক করে পুলিশ। মামলার আবেদনের শুনানি শেষ হওয়ায় আসামি মজিবর বয়াতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশ দেন আদালত। বর্তমানে শহীদ হাসিনুর রহমানের আত্নস্বীকৃত খুনি মজিবুর রহমান পলাতক রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//৩ সেপ্টেম্বর-২০২২