Print Date & Time : 3 July 2025 Thursday 10:21 am

আ.লীগ লালমনিরহাট পৌর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট,প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেন(৫৫) কে সভাপতি ও ব্যবসায়ি কাজী নজরুল ইসলাম তপন(৫৩)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়। আগামী শনিবার জেলা আওয়ামীলীগের মাসিক মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন-এঁর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান আহমেদ এমপি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মোঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//