কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার পুরাতন বাজারে অবস্থিত ইংরেজ আমলের দুটি প্রাচীন কবর আছে। সেই কবর ভেঙ্গে ফেলার অপচেষ্টা রুখে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মিরপুরে ইংরেজ আমলে নীলকরদের কারবার ছিল। তারা মিরপুরে কুঠি নির্মাণ করেছিলেন। সেই কুঠি দখলে নিশ্চিহ্ন হয়েছে অনেক আগেই। তাদের আমলের দুটি কবর এখনো বিদ্যমান। এই দুটি কবর ১৮৪১ সালে করা হয়েছিল।
একজন ব্যাক্তি কবর দু’টি ভেঙ্গে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার (চলতি) ও সহকারী কমিশনার ভূমি হারুন অর রশীদকে অবহিত করে। তিনি পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দকে নিয়ে ঘটনাস্থলে আসেন। জমির মালিককে ওই নিদর্শন সংরক্ষন ও ভাঙ্গা অংশ মেরামত করার নির্দেশ দেন।
জমির মালিক উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের আজিজুল করিম সোনা। তিনি জিবিত থাকা কালিন বাজারের ব্যবসায়ীদের বলে ছিলেন “কবর দু’টির জমি আলাদা আছে। কেউ যেন ওই কবর ও জমি দখল না করেন।
জমির মালিকরা কবর দু’টির জমি ফেলে রেখে অবশ্লিষ্ট জমি বিক্রির জন্য জৈনক মাসুদের সাথে দর-দাম করেন। মাসুদ বায়না করেছিলেন। তবে গোপনে বিকাশ শাহ জমি কিনে কবর ভাঙ্গার কাজ শুরু করে।
এলাকাবাসির দাবি-১৮৪১ সালের অতি প্রাচীন কবর দুটি সংরক্ষন ও যারা কবর ভাঙ্গার চেষ্টা করেছে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৫,২০২৩//

Discussion about this post