পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সাগরকান্দায় অষ্টম শ্রেণি পড়ুয়া ১৫ বছর ২ মাস বয়সী এক মেয়ের বাল্য বিয়ে পন্ড করে দিয়েছেন ইউএনও মো: মোশারেফ হোসেন। যার ফলে বিয়ের জন্য রান্না করা খাবার খেয়ে গেলেন হবু বর সঞ্জয় মন্ডল (৩৫)।
সোমবার(১৪ মার্চ) রাতে কনের বাবা সুশীল রায়ের বাড়িতে বর সঞ্জয় মন্ডল(৩৫) সহ ২৫ জন মেহমান এসে হাজির হয়। এসময় সাংবাদিকরা বিয়ের খবর পেয়ে নেছারাবাদ উপজেলা নির্ববাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেনকে জানান।
কনের বাবা বলেন, আমার মেয়ের বয়স কম হলেও এলাকার ছেলেরা উৎপাত করছিল। তাই মেয়ের ভবিষতের কথা ভেবে বিয়ের আয়োজন করছিলাম। হবু বরের বাড়ী ভোলা জেলার বোরহান উদ্দীন উপজেলায়। পেশায় বর সঞ্জয় একজন মটর সাইকেল মেকানিক্স। ওই বিয়েতে প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিয়ে না দিয়েই বরপক্ষকে বিদায় করেছেন কনের বাবা।
ইউপি চেয়ারম্যান হুমাউন বেপারি বলেন, আমি খবর পেয়ে ইউএনও স্যারের নির্দেশে বিয়ে পন্ড করেছি। তবে যেহেতু মেহমানরা দূর থেকে এসেছে তাই মেয়ের বাবাকে তাদের খাবার দাবার দিতে বলেছি। মেয়ে পরিপক্ক বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে বারন করা হয়েছে।
এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//