কুষ্টিয়ার দৌলতপুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ওবাদুল্লাহ’র সাথে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সৌজন্য সক্ষাত করেছে। সৌজন্য সাক্ষাত ও পরিচয় পর্ব শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা শিল্পকলা একাডেমির ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা তাকে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য মো. শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দৌলতপুর শিল্পকলা একাডেমির সদস্য সাক্কীর আহমেদ, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মাহফুজুল আলম, সদস্য আবুল হোসেন, মহিউদ্দিন, খন্দকার জালাল উদ্দিন, মিজানুর রহমান রিপন ও অফিস সহায়ক আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাতকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি টিম ওয়ার্ক বিশ্বাসী। সকলকে নিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব ১লা বৈশাখসহ সব উৎসব একসাথে পালন করবো।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//

Discussion about this post