Print Date & Time : 20 April 2025 Sunday 12:05 am

ইউএনবি’র সেরা খুলনার শেখ দিদারুল আলম

ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি)’র ২০২১ সালের সেরা সংবাদদাতা নির্বাচিত হয়েছেন খুলনা প্রতিনিধি এবং অনলাইন দৈনিক খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক সাংবাদিক শেখ দিদারুল আলম। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে তিনি ইউএনবির ৬৪ জন জেলা সংবাদদাতাদের মধ্যে ইউএনবি’র বিশেষ অ্যাওয়ার্ড লাভ করেন। খুলনায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে দিদারুল আলম অন্যতম।

১৯৭৭ সালে অনার্স পড়াকালীন তিনি দৈনিক জনবার্তার মাধ্যমে সাংবাদিকতায় পথচলা শুরু করেন এবং একই বছর তিনি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ লাভ করেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল অবধি এবং ২০০১ সাল থেকে ২০০৭ সাল অবধি বাংলাদেশ টেলিভিশনের খুলনা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক দিনকাল ও দৈনিক জনতা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র খুলনা প্রতিনিধি হিসেবেও কাজ করেন।

তিনি ১৯৯৩ সালে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দু’বার বিএফইউজে’তে সর্বাধিক ভোটে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন।

শেখ দিদারুল আলম ১৯৯০ সাল থেকে ইউএনবির সাথে জড়িত। তিনি পিআইবি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ( নিমকো) ও নিউজ নেটওয়ার্ক সহ অসংখ্য প্রতিষ্ঠানের শতাধিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বর্তমানে নিউজ নেটওয়ার্কের খুলনার কো-অর্ডিনেটরের দায়িত্বরত রয়েছেন।

এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//