আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, সমস্ত লক্ষণই ইঙ্গিত করছে যে, রাশিয়া ইউক্রেন আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছে। তবে কূটনীতি মস্কোকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে কি-না, তা দেখতে ওয়াশিংটন শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি সুযোগের ব্যবহার করবে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেইট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াশিংটনের অবস্থান তুলে ধরেছেন ব্লিনকেন। এর আগে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি দেশকে সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ব্লিনকেন সেই আহ্বানের ব্যাপারে বলেছেন, আগ্রাসনের আগে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার প্রভাব নষ্ট হয়ে যাবে।
মস্কো আক্রমণ করলে পশ্চিমারাও সমানভাবে প্রস্তুত আছে জানিয়ে মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যেসব লক্ষণ দেখছি তা থেকে বোঝা যায়, ইউক্রেনের সংকট অত্যন্ত গুরুতর আকার ধারণ করেছে। আমরা একটি আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছি।’
‘যতক্ষণ পর্যন্ত ট্যাংকগুলো না এগোচ্ছে এবং বিমানগুলো না উড়ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সব ধরনের সুযোগের ব্যবহার করব। কূটনীতি এখনও প্রেসিডেন্ট পুতিনকে এটি এগিয়ে নেওয়া থেকে বিরত রাখতে পারে কি-না, প্রত্যেকটি মিনিটে আমাদের তা দেখতে হবে।’
ব্লিনকেন বলেন, মস্কো ইউক্রেনে আক্রমণ না চালানোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে তার পূর্ব-পরিকল্পিত বৈঠকটি এখনও পরের সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্লিনকেন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি যেকোনো সময়, যেকোনো কাঠামোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত; যদি তা যুদ্ধ ঠেকাতে সাহায্য করে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আসন্ন বলে গত কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে দিয়ে আসছেন পশ্চিমা নেতারা। ইউক্রেনকে তিন দিক থেকে রাশিয়ার দেড় লাখের বেশি সৈন্য ঘিরে ফেলেছে বলে ধারণা করছেন তারা। এর আগে, বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ এবং রাশিয়া সামরিক মহড়ার সময় বৃদ্ধি করেছে। পূর্ব-ইউক্রেন ঘেঁষে চলমান এই মহড়া রোববার শেষ হওয়ার কথা ছিল।
এক বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়া ও বেলারুশের সীমান্তের কাছে সামরিক তৎপরতা এবং পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মহড়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post