মিরপুরে ইউনিয়ন চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা
মিরপুর, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস এর উপর হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে একই গ্রামের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন। ২২ই সেপ্টেম্বর (রবিবার) রাত ১০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। জানা যায় পাশ্ববর্তী
পয়ারী গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে জামাল উদ্দিন ছাতিয়ান ইউনিয়নকে অশান্ত করে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই হামলা করে।
পরবর্তীতে হামলার খবর চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।জানা যায়, গতরাত্রে গোলাবাড়িয়া বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের নেতৃত্বে কবির বিশ্বাসকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করেন এবং তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার মাথা ফেটে যায়। বর্তমানে তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রাতেই এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরপুর সার্কেল এএসপি আব্দুল খালেক, ওসি মোস্তফা হাবিবুল্লাহ।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//